Image description

ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরনের জন্য দেয়া ৬০০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া শহরের আনন্দ বাজারের একটি দোকানের সামনে থেকে এই চাল জব্দ করেন।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন, দুপুরে আনন্দ বাজারের একটি দোকানে এই চাল বিক্রি করতে গেলে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ১২ বস্তা চাল জব্দ করি। প্রতি বস্তায় রয়েছে ৫০ কেজি চাল। মোট ৬০০ কেজি চাল। 

তিনি বলেন, এই চালগুলো সরকারি চাল। আগে এসব চালকে ভিজিডি বলা হতো। এখন বলা হয় ভি ডাবলিওবি। এ সব চাল হতদরিদ্র নারীদের মধ্যে বিতরনের জন্য দেয়া হয়েছিলো। অভিযানের সময় চাল বিক্রি করতে আসা লোক পালিয়ে যায়।

জব্দকৃত চাল সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।