Image description

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামে ধামরাই থানার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মৃত শেখ বান্দুর ছেলে সামছুল হক (৭৫) কে ধরতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে ৩ এএসআই। পড়ে অতিরিক্ত পুলিশ দিয়ে উদ্ধার করে তাদের।  

সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়া থানার তিন সহকারী উপ পরিদর্শক রিয়াজুল ইসলাম, কুতুব উদ্দিন, হাফিজুর রহমান গর্জনা গ্রামে সামসুল হকের বাড়ী যায়। সামসুল হকের নামে ঢাকা জেলার আদালত কর্তৃক ওয়ারেন্ট জারির কথা বলায় তার জামিনের রিকল দেখানোর কথা বলে নিজের বসত ঘরে সহকারী পরিদর্শকদের নিয়ে বসিয়ে দরজা লাগিয়ে দেয়। পুর্ব পরিকল্পনা অনুযায়ী পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে, বেঁধে মারধরের প্রক্রিয়া করে। উদ্ভূত পরিস্থিতে পুলিশ সদস্যগন ঘটনাটি সাটুরিয়া থানায় বিষয়টি জানালে অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজন এএসআই কে উদ্ধার করে। সামছুল হক ও তার পুত্র আমিরুল হক কে গ্রেফতার করে।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়েতাদের উদ্ধার করি। সামসুল হক ও তার ছেলে আমিরুল কে গ্রেফতার করা হয়। এএসআই হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামীদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।