Image description

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পষিদ পুকুরে সাঁতার প্রতিযোগিতার মধ্যদিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

ইউএনও তাহমিনা আকতার বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলায়ও অংশ নিতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা ভাল থাকে। সরকার ক্রীড়ার মানোন্নয়নে যতেষ্ঠ আন্তরিক।’

এ বছর আনোয়ারা উপজেলায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪টি স্কুল ও মাদ্রাসার ফুটবল (ছাত্র-ছাত্রী), হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী), কাবাডি (ছাত্র-ছাত্রী), দাবা (ছাত্রÑছাত্রী) ও সাঁতারসহ ৯ ইভেন্টে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এসময় অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী, অধ্যক্ষ মওলানা আবুল কাশেম, প্রধান শিক্ষক মো. এরফানুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনায় ছিলেন ক্রীড়া শিক্ষক এনামুল হক, আছমত আলী, সমীর দাশ, নেজাম উদ্দিন, জগন্নাৎ দাশ, শন্তুনা দাশ, শহীদুল হক প্রমুখ।