Image description

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামে মাছের ঘের থেকে মাহফুজ শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহফুজ শেখ ওই গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তার দুই পায়ে রশি বাঁধার চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মোল্লাহাট থানা পুলিশ জানায়, মরদেহ বর্তমানে থানার হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু নিশ্চিত করা যায়নি।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।