চর অঞ্চলে শিক্ষার প্রসার করে বিশ্বমঞ্চে পুরস্কৃত সৈয়দপুরের আদনান

বাংলাদেশের রংপুরের গঙ্গাচড়ার দুর্গম চর অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষার প্রসার, বন্যা নিয়ন্ত্রণে বৃক্ষরোপণ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা করে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের মো. আদনান।
ইউরোপের চেক প্রজাতন্ত্রে প্রাগে ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশ্বব্যাপী ৬৫টি দেশের প্রতিনিধি ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত ওই Triple E Awards ২০২৫-এ কমিউনিট এনগেজমেন্ট ইনসেটিভ বিভাগে মাত্র তিনটি দেশ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশকে নির্বাচিত করা হয়। এবং বাংলাদেশের হয়ে ওই গৌরবময় পুরস্কার গ্রহণ করেন বেসরকারী উন্নয়ন সংস্থা ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নীলফমারীর সৈয়দপুরের মো. আদনান হোসেন। এমনকি পুরস্কার গ্রহণের সময় তিনি পাঞ্জাবি পরে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকেও তুলে ধরেন।
এ বিষয়ে নিশ্চিত করে মো. আদননান জানান, এই আন্তর্জাতিক স্বীকৃতির মূল কারণ রংপুরের গঙ্গাচারা উপজেলার দুর্গম কোলকোন্দো চর এলাকা। যেখানে আগে কোনো স্কুল ছিল না, সঠিক যোগাযোগব্যবস্থা ছিল না, সেখানে আমরা গড়ে তুলেছি স্কুল। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে বৃক্ষরোপণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যানিটেশন সুবিধা এসব নানা উদ্যোগের ফলে বদলে গেছে পুরো কোলকোন্দো চর এলাকার জীবনযাত্রা। তারই স্বীকৃতি স্বরুপ গত ১১ সেপ্টেম্বর ইউরোপের চেক প্রজাতন্ত্রে প্রাগে অনুষ্ঠিত Triple E Awards টি অর্জন। এই পুরস্কার শুধু আমার অর্জন নয়, এটি বাংলাদেশের প্রান্তিক মানুষের উন্নয়নর স্বীকৃতি যা আজ বিশ্বমঞ্চে পৌঁছে গেছে। এভাব বিশ্বমঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অকল্যান্ড ইউনিভার্সিটির ডেপুটি ভাইস-চ্যান্সেলর ড. এরিক লিথান্ডার, রানইউ ইউরোপীয় বিশ্ববিদ্যালয় জোটের ভিক ভ্যানসেভেন্যান্টসহ অন্যান্য বিশ্ব বিদ্যালয়ের উপচার্যরা।
মো. আদনান হোসেন গত ১৫ বছর ধরে তার প্রতিষ্ঠিত ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের মাধ্যমে সৈয়দপুরসহ দেশের ১৬টি জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও সম্প্রদায় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য তিনি গড়ে তুলেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তিনি নীলফামারীর সৈয়দপুর নতুন বাবুপাড়ার সমাজসেবক মো. আখতার হোসেনের ছেলে।
উল্লেখ্য Triple E Awards উচ্চশিক্ষার ক্ষেত্রে উদ্যোক্তা এবং কমিউনিটি এনগেজমেন্টের জন্য একটি বৈশ্বিক স্বীকৃতিমূলক পুরস্কার। এর মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়গুলোর ‘তৃতীয় মিশন’ অর্থাৎ শিক্ষাদান ও গবেষণার বাইরে সমাজে তাদের ভূমিকা এবং প্রভাবকে তুলে ধরা। এই পুরস্কারগুলো অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর এন্টারপ্রেনরিয়াল অ্যান্ড এনগেইজড ইউনিভার্সিটিস (এসিইইইউ) দ্বারা পরিচালিত হয়। এই পুরস্কারগুলো বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ দেওয়া, এবং স্থানীয় কমিউনিটি ও শিল্পের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করে থাকে।
Comments