
এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দেশ—শ্রীলঙ্কা ও পাকিস্তান। টস জিতে লঙ্কান অধিনায়ককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দু’দল।
এ ম্যাচে পাকিস্তানের একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে, একাদশে দুই পরিবর্তন নিয়ে লঙ্কানরা ব্যাটিংয়ে নামছে।
এই ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে যারা জিতবে তাদের সামনে ফাইনালে খেলার সুযোগ থাকবে।
কারণ দুই দলই সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে যায়। সুপার ফোরের প্রথম ব্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে যায় শ্রীলংকা। আর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান।
দুই দলের একাদশ
পাকিস্তান: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, নুয়ান তুশারা।
টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১৩ ম্যাচে, আর শ্রীলঙ্কা জিতেছে ১০টিতে। তবে এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে ছবিটা ভিন্ন। তিনবারের দেখায় শ্রীলঙ্কা এগিয়ে ২-১ ব্যবধানে। এর মধ্যে রয়েছে ২০২২ সালের ফাইনালে পাকিস্তানকে হারানোর স্মৃতি।
আরও বড় দুশ্চিন্তার বিষয়, পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কা অপরাজিত।
সমীকরণ ও সাম্প্রতিক ফর্ম
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দু’দলই হেরেছে। বাংলাদেশ চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে, আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছয় উইকেটে হেরেছে পাকিস্তান।
তবে নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তান এখন পয়েন্ট তালিকার তলানিতে, যেখানে শ্রীলঙ্কা রয়েছে তিন নম্বরে।
শেষ পাঁচ ম্যাচে ফলাফল
পাকিস্তান: হারা, জেতা, হারা, জেতা, জেতা
শ্রীলঙ্কা: হারা, জেতা, জেতা, জেতা, জেতা
Comments