Image description

ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তাকে ‘শান্তির মানুষ’ হিসেবে আখ্যা দেন। 

তিনি বলেন, বিশ্বজুড়ে সংঘাত সমাধানে ট্রাম্প আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বৈঠকে শেহবাজ শরিফ উল্লেখ করেন- ট্রাম্পের সাহসী ও দৃঢ় পদক্ষেপ ইসলামাবাদ-নয়াদিল্লির মধ্যে যুদ্ধবিরতি আনতে সহায়তা করেছে, যা গোটা দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় এড়িয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনার সময় প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের নিরন্তর প্রচেষ্টার প্রশংসা করেন। বিশেষ করে নিউইয়র্কে আরব ও মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের একত্রিত করে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য তার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

বৈঠকে দুই দেশের বাণিজ্য, নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা হয়। শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক-সংক্রান্ত সহনীয় চুক্তির জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ট্রাম্পের নেতৃত্বে দুই দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে। 

তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি-খনিজ এবং জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।