Image description

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে গুইল্দাছড়ি, বরগুনি, খরনা, ওনা ছড়ির বাগানের মালিক ও সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের কাঞ্চননগর বাদামতল এলাকায় এ মানববন্ধন করেন তারা। গুইল্দাছড়ি, বরগুনি, খরনা, ওনা ছড়ির বাগানের মালিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বক্তারা বলেন, চন্দনাইশ পাহাড়ে পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার, মুক্তিপণ দাবি, হত্যার হুমকিতে বাগানের মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা তাদের বাগানে স্বস্তি নিয়ে কাজ করতে পারছেন না। বাগানে গেলেই অপহরণ করে পৈশাচিক শারীরিক নির্যাতন, মুক্তিপণ দাবিসহ নানা হয়রানি করে অপহরণকারীরা।

এ সময় তারা সম্প্রতি চন্দনাইশের পাহাড়ি এলাকার থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কমান্ডার আরেফ আসমার জয় এর নেতৃত্বে গ্রেপ্তার ৬ পাহাড়ি সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি ও তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগান মালিক সমিতির সভাপতি আবছার উদ্দিন, ফজল মাস্টার, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম, বাগান মালিক মুন্সি মিয়া, আহমদ হোসেন, আবদুস সালাম, দিদারুল আলম, সালাম উদ্দিন, ফোরকান প্রমুখ।