মাদারীপুরে ৪৩৯টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাদারীপুরের জেলার মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। এরইমধ্যে প্রতিমা শিল্পীরা মূর্তি তৈরির কাজ শেষ করেছেন। গতবারের চেয়ে ৬টি মন্ডপ কমে এবার জেলার ৫টি উপজেলায় এ বছর ৪৩৯ মন্ডপে চলছে পূজার প্রস্তুতি।
জানা যায়, ৪৩৯ মন্ডপের মধ্যে রাজৈর উপজেলায় ২৬২টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার শিবচরে ৪০টি, কালকিনিতে ৪১টি, ডাসারে ২৩টি ও সদরে ৭১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে অধিক গুরুত্বপূর্ণ ৮৮টি মন্ডপ চিহ্নিত করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ মন্ডপের সংখ্যা ১১৭টি ও সাধারণ মন্ডপের সংখ্যা ২৩০টি।
সরেজমিনে কয়েকটি মন্ডপ ঘুরে দেখা যায়, মন্ডপের প্রতিমাগুলোতে মাটিরকাজ শেষে চলছে রং তুলি আর সাজ সজ্জার কাজ। অধিকাংশ মন্ডপের প্রতিমা সম্পূর্ণ প্রস্তুত করাও হয়েছে। একেক মন্দিরে ভিন্ন ভিন্ন সাজে সাজানো হচ্ছে প্রতিমা। যার যেমন সাধ্য সে মতে চলছে সাজসজ্জা। শান্তিপূর্ণভাবে পুজা সফল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপশি পুজা কমিটিও কাজ করে যাচ্ছে।
পুজা উদযাপন পরিষদ সূত্র জানায়, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপুজার মধ্যে দিয়ে শুরু হবে ৫দিনের শারদীয় দুর্গাপুজা। যা চলবে ২ অক্টোবর পর্যন্ত। এইদিন বিজয়া দশমীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। দুর্গতিনাশিনী দেবি দুর্গা এবার মর্তলোকে আসবেন গজে চড়ে এবং স্বামীর সংসার কৌলাসে ফিরবেন দোলায় চড়ে। ভক্তবৃন্দের প্রত্যাশা মহামায়া দেবি দুর্গা পৃথিবীতে এবার সুখ আর শান্তির সুবাতাস দিয়ে যাবেন।
পূজা উদযাপন পরিষদ-এর মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রানতোষ মন্ডল বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারা সবধরনের সহযোগিতা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।’
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ‘শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৪ স্থরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পোষাকধারী পুলিশ, ডিবি পুলিশ, র্যাব, সেনাবহিনীসহ প্রতিটি পূজামন্ডপে আইনশৃংখলা রক্ষার্থে মন্দিরকমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আনসার থাকবে।’
Comments