চৌদ্দগ্রামে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে একটি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয়ের দক্ষিণ পাশের মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে সমাপ্ত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মজলিসে শুরা সদস্য মো. আইয়ুব আলী ফরায়েজী। সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।
বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। তারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে দেশ আবারো স্বাধীনতা লাভ করেছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিতাড়িত হয়েছে। তবে, একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। বক্তারা আরও বলেন, পিআর পদ্ধতির বিরোধিতা করা এই মহলের লক্ষ্য হলো জনগণের ভোটের সঠিক মূল্যায়ন রোধ করা। তারা জানান, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের চাহিদা অনুযায়ী একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে এবং কেউ স্বৈরাচার হতে পারবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মুহাম্মদ মিজানুর রহমান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ও কর্ম-পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাসান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হোসেন।
বক্তারা জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে চৌদ্দগ্রাম থেকে এমপি নির্বাচিত করার আহ্বান জানান। তারা বলেন, এর মাধ্যমে দেশে আল্লাহর আইন, সৎ নেতৃত্ব এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কাজী আব্দুল কাদের, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, পৌর যুব বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মাছুমসহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা আরও বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। তারা জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য সরকারকে বাধ্য করার প্রত্যয় ব্যক্ত করেন।
Comments