
পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও উপজেলার চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা জানান, জামায়াতে ইসলামী সবসময় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের অগ্রগতি চায়। কিন্তু একটি রাজনৈতিক মহলের প্রভাবে সরকার নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তারা বলেন, “আলোচনা চললেও কোনো সমাধান হচ্ছে না। সরকার শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের এই আন্দোলন রাজনীতির একটি অংশ।”
জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করুন। বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে নির্বাচন হলে ফ্যাসিজমের জন্ম হবে, আরেকটি হাসিনা সরকারের উত্থান ঘটবে।”
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও চৌরাস্তায় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ পাঁচ দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও দক্ষিণ থানা শাখার আমির মাহবুব মোল্লা।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা মজলিসের শূরা সদস্য দেওয়ান খোরশেদ আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মো. মুন্না, জেলা মজলিসের শূরা সদস্য ও সোনারগাঁও আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, সোনারগাঁও উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান এবং দক্ষিণের সেক্রেটারি আসাদুল ইসলামসহ অনেকে।
জামায়াতে ইসলামী তাদের পাঁচ দফা দাবির মধ্যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের আয়োজন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি জোর দিয়েছে। বক্তারা মনে করেন, বর্তমান রাষ্ট্র কাঠামোতে নির্বাচন হলে দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে না। তাই তারা সরকারের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জোরালো দাবি জানিয়েছে।
Comments