Image description

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান কালিতলার দুর্গম মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে নির্মিত পাহারা ঘর ও তিনটি সোলার লাইটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর-পোড়াদহ সড়কের ছাতিয়ান ইউনিয়নের বিষ্ণুপদা মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। এ সময় মিরপুর-পোড়াদহ সড়কে নির্মিত তিনটি সোলার লাইটেরও উদ্বোধন করা হয়।

ইউএনও নাজমুল ইসলাম বলেন, “গত কয়েক মাসে এই সড়কে একাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে গ্রামবাসী ও পুলিশ প্রশাসন রাত্রিকালীন পাহারা জোরদার করেছিল। তবে ঝড়-বৃষ্টির কারণে দুর্গম এই এলাকায় পাহারা দেওয়া বেশ কষ্টকর ছিল। স্থানীয় সংবাদকর্মী ও গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলা পরিষদের উদ্যোগে এই পাহারা ঘর ও সোলার লাইট স্থাপন সম্ভব হয়েছে। এর ফলে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।”

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “এই দীর্ঘ দুই কিলোমিটার মাঠে পূর্বে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। পুলিশ ইতোমধ্যে সেসব ঘটনার রহস্য উদঘাটন করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করেছে। তবে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে গ্রামবাসীদের সহযোগিতায় এই সড়কে পুলিশি পাহারা আরও শক্তিশালী করা হয়েছে। নতুন এই পাহারা ঘর ও সোলার লাইটের কারণে রাত্রিকালীন পাহারা আরও সহজ হবে এবং অপরাধ কমে আসবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, মিরপুর থেকে পোড়াদহগামী এই ব্যস্ত সড়কের ছাতিয়ানের দুই কিলোমিটার ফাঁকা মাঠে পূর্বে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এর মধ্যে আলোচিত অ্যাম্বুলেন্স ডাকাতির ঘটনাও এই এলাকায় সংঘটিত হয়। এসব ঘটনার পর থেকে স্থানীয় জনগণ ও পুলিশ বাহিনী এই মাঠে নিয়মিত পাহারা দিয়ে আসছিল। নতুন এই উদ্যোগের ফলে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে বলে স্থানীয়রা মনে করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব লিংকন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেবুল ইসলামসহ স্থানীয় গ্রামবাসী।