পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে চরফ্যাশনে জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ওপর ক্ষমতায় এসেছে এবং জুলাই গণহত্যার বিচারের ওয়াদা দিয়েছিল। কিন্তু তারা ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতাকে হতাশ করেছে এবং গণহত্যার বিচার না করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর চরফ্যাশন সদর রোডে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি আরও জানান, দেশের জনগণ তাদের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়।
মাওলানা মোস্তফা কামাল বলেন, “জাতীয় পার্টি ও ১৪ দল আওয়ামী লীগের একতরফা নির্বাচনের অংশীদার ছিল। তারা একদিকে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করেছে, অপরদিকে মন্ত্রীত্ব গ্রহণ করে আওয়ামী লীগ সরকারের অংশীদার ছিল। ফ্যাসিবাদের অংশীদার হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নিষিদ্ধ করা উচিত।” তিনি আরও বলেন, “নির্বাচনী ফিল্ড এখনো সব দলের জন্য উপযোগী নয়। সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন দিতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। এতে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ। সমাবেশে উপজেলা ও পৌর জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবির মধ্যে রয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার বিচার, ফ্যাসিবাদী শক্তির অংশীদারদের নিষিদ্ধকরণ এবং নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। এই দাবিগুলো আদায়ে জামায়াত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
Comments