Image description

বাংলাদেশ খেলাফত মজলিস-ঘোষিত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিল শান্তিগঞ্জ বাজার হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে গিয়ে একটি সমাবেশে রূপ নেয়।

শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মোল্লা মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা নেতা হাফিজ মাওলানা নজমুল ইসলাম এবং প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ খেলাফত মজলিসের ৫ দফা দাবির প্রতি জোরালো সমর্থন জানান এবং এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল।

এই কর্মসূচির মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিস তাদের দাবি-দাওয়ার প্রতি জনমত গঠন এবং স্থানীয় পর্যায়ে আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে।