Image description

সাতক্ষীরার তালায় জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পিআর (প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তালা উপজেলার পুরাতন ফুটবল মাঠ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তালা উপশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই মাঠে এসে শেষ হয়, যেখানে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী, জেলা কর্ম পরিষদের সদস্য ও তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডা. আফতাব হোসেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাওলানা রেজাউল করিম, তালা ইউনিয়ন আমির মো. মুজিবুর রহমান, খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হালিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন, হাফেজ শাহ আলম, ইসলামকাটি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাকিম, খলিলনগর ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান, তালা ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান, উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, এবং সেক্রেটারি মাস্টার নাজমুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক বলেন, “দেশ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জামায়াতের বিরুদ্ধে হিন্দুসহ অন্য সম্প্রদায়ের ওপর নির্যাতন বা বাড়ি দখলের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। তবে আওয়ামী লীগ বিগত দেড় দশকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা দেশকে একটি মডেল রাষ্ট্র হিসেবে দেখতে চাই।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির দাবিতে আজকের এই সমাবেশ। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ, এমনকি নারীরাও সর্বোচ্চ মর্যাদা পাবেন।” তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই আমাদের ফ্যাসিস্টমুক্ত বা দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে শেখায়নি, তবে কীভাবে একটি নতুন বাংলাদেশ গড়া যায়, সেটি শিখিয়েছে। আগামী নির্বাচনে তরুণরা পূর্বের ভুল পুনরাবৃত্তি করবে না। সাম্য ও বেকারত্বমুক্ত দেশ গড়ার জন্য নতুন ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এই সমাবেশ ও মিছিলে জামায়াতের নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন এবং দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।