গলাচিপায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীর গলাচিপায় আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরমঞ্চে সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে: জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম এবং গলাচিপা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান। বক্তারা বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতার মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানো প্রয়োজন। বিগত ৫৪ বছর ধরে নির্বাচনে পুতুল খেলা চলছে, আমরা তা চাই না। জনগণের ভোট অনুযায়ী সংসদে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতির নির্বাচন প্রয়োজন।”
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর আমীর হাবিবুর রহমান ফোরকান, গলাচিপা জামায়াতের সেক্রেটারি সানাউল্লাহ শামিম, পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতানসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ ছাড়া ছাত্রশিবিরসহ বিভিন্ন ইউনিটের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
এদিকে, একই দাবিতে বিকেল ৫টায় বাংলাদেশ ইসলামী আন্দোলনও গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
Comments