Image description

সন্তান নিয়ে পার্কে ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুটি বেসরকারি চ্যানেলের দুই ফটোসাংবাদিক। এ সময় মারধর করা হয় সাংবাদিকের তিন বছর বয়সী শিশুসন্তানকেও। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে বরিশাল নগরীর বেল্স পার্ক সংলগ্ন গ্রিন সিটি পার্কের সামনে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি বেল্লাল গাজী ও মহানরের ৪ নম্বর সহসভাপতি সোহেল খানের নেতৃত্বে হামলা করা হয়েছে সাংবাদিকদের ওপর।

হামলার শিকার সাংবাদিকরা হলেন সময় টেলিভিশনের ক্যামেরাপারসন সুমন হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন শাকিল মাহমুদ পাপ্পু। তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত গণমাধ্যমকর্মী পাপ্পু’র বড় ভাই নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শুভ হাওলাদার বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সোহেল খান, ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি বেল্লাল গাজী, তাদের সহযোগী সাকিব, সোহেল ও রাহাত। হামলাকারীরা সবাই নগরীর বান্দরোড কেডিসি (রাজ্জাক স্মৃতি) কলোনীর বাসিন্দা।

বরিশাল কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসির বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল হতে ঘটনার সময়ের ভিডিও সংগ্রহ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।