Image description

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, আগামী দিনে সেই ব্যক্তিরা দলের পদ পজিশন পাবে, তারাই নেতা হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে সেই ব্যক্তিরা দলের নমিনেশন পাবে যা জাতীয় সংসদে এমপি হোক উপজেলা চেয়ারম্যান হোক, পৌরসভার মেয়র হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক সবই জাগায় ত্যাগী নেতা নেতা কর্মীরা মূল্যায়িত হবে।আপনি দেশের মানুষের সেবা করতে আসছেন আপনি ভোট দিয়ে একজনকে নির্বাচিত করছেন মন্ত্রী করছেন এমপি করছেন ও তার পরিবার আর সেই দেশটাকে লুট পাট করে খাবে এটা তো হতে পারে না, এটা তো মেনে নেওয়া যায় না। 

রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শ্রীফলতলী জমিদার বাড়ির মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে আর্থিক সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগন এটা তো মানতে পারে না। সেই যে দলের হোক জনগন তাকে প্রত্যাখান করবে। কিন্তু জনগনের তো ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আপনি ভোটই দিতে পারেন না, আপনি এলাকায় যেতে পারেন না, আপনি ভোট দিতে গেলে বলে আপনার ভোট হয়ে গেছে এটা তো গনতন্ত্র নয়। অতএব জনগনের ভোটের অধিকার বাস্তবায়নে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় বাস্তবায়নে যারা আন্দোলন সংগ্রাম করেছে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরকে মূল্যালয়  করবে হঠাৎ করে তিন দিন দলে আসলো  ৫ ই আগস্টের পর যারা দলে আসলো বিএনপির সাথে কাজ করতেছে আর বিএনপিতে তারা এমপি হবে মন্ত্রী হবে এটা ভাবার কোন কারণ নেই আপনারা এসব বিষয়ে বিভ্রান্ত হবেন না। 

কালিয়াকৈর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক বাবু চন্দ্রমোহন সরকার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর সভার সাবেক মেয়র মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাবেক সাধারন রিয়াজ উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপল বকসী সহ উপজেলা ও পৌর সভায় শারদীয় দূর্গা পূজা কমিটির সভাপতি ও  সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

পরিশেষে ১৩৯ টি পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে বিএনপির পক্ষ থেকে দশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।