বগুড়ায় ৮৫০ জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিলেন দি ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশন

দি ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার বগুড়া শহীদ টিটু মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত প্রায় ৮৫০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। সংস্থাটির মহাপরিচালক সাইয়েদ কুতুব বীরের সভাপতিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তুরস্কের খিসেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দি গার্ডিয়ান পাবলিকেশন্স এর এমডি নূর মোহাম্মদ আবু তাহের, রিয়াজুল ইসলাম আব্দুল হক সরকার এডভোকেট শাকিল উদ্দিন।
উপস্থিত ছিলেন দি ব্রিলিয়ান অ্যাসোসিয়েশন বগুড়ার উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ সাইফুদ্দিন সাইফুল পুল হক রানা কিউল ইসলাম জামান সদস্য সচিব আবু হানিফা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সংস্থাটি ২০২৪ সালে বৃত্তি পরীক্ষায় প্রায় আট হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে ৮৫০ জনকে বৃত্তি প্রদান করা হয়। অতিথিরা তাদের হাতে নগদ অর্থ সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য; এবছর বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে।
Comments