
প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হওয়া ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয় স্পিনারদের দাপটে রীতিমতো কোণঠাসা হয়ে গেছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে ফখর জামান ও সাহিবজাদা ফারহানের আগ্রাসী উদ্বোধনী জুটির সুবাদে দারুণ শুরু পেলেও, মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় সালমান আগার দল। ভারতের স্পিন ত্রয়ী কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর নৈপুণ্যে ৫ বল বাকি থাকতেই অলআউট হয় পাকিস্তান। এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।
দুর্দান্ত শুরুর পর পাকিস্তানের ব্যাটিং ধস
পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও সাহিবজাদা ফারহান শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তোলার পর পাওয়ার প্লে শেষে রানের গতি বাড়ান তারা। বিশেষ করে ডানহাতি ফারহানের ব্যাট থেকে নিয়মিত আসতে থাকে চার-ছক্কা। ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম এবং ভারতের বিপক্ষে দ্বিতীয়। ফারহানের ৩৮ বলে ৫৭ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। অপরদিকে ফখর জামান ৩৫ বলে ৪৬ রান করে ১৫তম ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন। তাদের উদ্বোধনী জুটিতে ৫৮ বলে আসে ৮৪ রান। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুবের সঙ্গে ফখর ১৯ বলে ২৯ রান যোগ করেন। সাইম করেন ১১ বলে ১৪ রান।
কিন্তু ১২.৪ ওভারে ১ উইকেটে ১১৩ রানের শক্ত অবস্থান থেকে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ হঠাৎ ধসে পড়ে। ভারতের স্পিনারদের দাপটে শেষ ৩৯ বলে মাত্র ৩৩ রান যোগ করতে পারে তারা, হারায় ৯ উইকেট। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া বাকি আটজনের কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। তাদের স্কোর ছিল যথাক্রমে ০, ৮, ১, ৬, ০, ০, ৬ ও ১।
ভারতীয় স্পিনারদের দাপট
ভারতের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। ৪ ওভারে ৩০ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার হন তিনি। প্রথম ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও ১৭তম ওভারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান কুলদীপ। এই ওভারেই তিনি পাকিস্তান অধিনায়ক সালমান আগা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফকে সাজঘরে ফেরান। অক্ষর প্যাটেল ও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। পেসার জসপ্রিত বুমরাহও দুটি উইকেট শিকার করেন। ফারহানকে ক্যাচ বানিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন বরুণ, যা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
ভারতের সামনে সহজ লক্ষ্য
২০০ রানের সম্ভাবনা জাগানো পাকিস্তান শেষ পর্যন্ত দেড়শ রানও ছুঁতে পারেনি। ফলে ভারতের সামনে এখন ১৪৭ রানের সহজ লক্ষ্য। ম্যাচের মাঝপথে ভারতীয় শিবিরে জয়ের পাল্লা ভারী। স্পিনারদের এই দুর্দান্ত পারফরম্যান্স ভারতকে এশিয়া কাপের শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।
Comments