Image description

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামে জমি বিক্রির গুজব ছড়িয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে অবরুদ্ধ করে রাস্তা বন্ধ করে জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ প্রিয়লাল হালদার (৬৬) ও নিকোলাজ হালদারের (৩৮) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল গত ২৮ সেপ্টেম্বর গভীর রাতে বৃদ্ধা প্রিয়মতির বাড়ির চারপাশে বাঁশ ও নেট দিয়ে শক্ত প্রাচীর নির্মাণ করে তাকে অবরুদ্ধ করে এবং তার জমি দখলের চেষ্টা করে।

ভুক্তভোগী প্রিয়মতির দুই পুত্র জীবন কৃষ্ণ বেপারী ও খোকন বেপারী জানান, তারা ২০০৯ ও ২০১২ সালে তিনটি সাব-কবলা দলিলের মাধ্যমে ৮৭২ নম্বর খতিয়ানের ৯৮৭, ৯৮৮, ১০৫৩ ও ১০৫৪ নম্বর দাগের মোট ৫৯ শতাংশ জমি ক্রয় করেন। এই জমি সঞ্জয় শীল, গৌরাঙ্গ লাল হালদার, জীবন চন্দ্র শীল ও সঞ্জয় কুমার শীলের কাছ থেকে কেনা হয়। ক্রয়ের পর তারা মিউটেশনসহ হালনাগাদ মাঠ পর্চা করে ভোগ-দখল করে আসছেন।

অভিযোগকারী জীবন কৃষ্ণ বেপারী বলেন, “প্রিয়লাল হালদার ও নিকোলাজ হালদার মিথ্যা অজুহাতে আমাদের হয়রানি করার উদ্দেশ্যে জমি বিক্রির গুজব ছড়িয়ে আমার বৃদ্ধা মাকে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি এখন বাড়ি থেকে বের হতে পারছেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়াসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।”

অন্যদিকে, অভিযুক্ত প্রিয়লাল হালদার ও নিকোলাজ হালদার দাবি করেন, তারা তাদের নিজস্ব সম্পত্তিতে বেড়া দিয়েছেন। তাদের বক্তব্য, জীবন কৃষ্ণ ও খোকন বেপারী যেকোনো সময় জমি বিক্রি করে দিতে পারেন, তাই তারা বেড়া দিয়ে সম্পত্তির দখল নিয়েছেন যাতে সম্ভাব্য ক্রেতারা বুঝতে পারেন এই সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। তারা ৭৪২, ৭৪৮, ৭৪৯ ও ৭৬৬ নম্বর দাগের তিনটি দলিল প্রদর্শন করেন। তবে, তাদের দলিলের দাগ নম্বরগুলোর সঙ্গে জীবন কৃষ্ণ ও খোকন বেপারীর ক্রয়কৃত সম্পত্তির কোনো মিল পাওয়া যায়নি।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার দ্রুত নিষ্পত্তি ও আইনি সমাধানের দাবি জানিয়েছেন।