Image description

নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাম্প্রতিক বক্তব্যকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন। ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর বিষয়ে উপাচার্যের ব্যাখ্যা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেন। রবিবার নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, তিনি গাজীপুর ও বগুড়ায় পূজা মণ্ডপ পরিদর্শনের উদ্দেশ্যে বের হয়েছিলেন। গাজীপুরের বাসান ও ভাওয়াল মির্জাপুর থানায় দুটি এবং তাঁর থানায় ৬৬টি পূজা মণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি জানতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি সংবাদ সম্মেলনে ডাকসুর ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর বিষয়ে বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, “দুইবার ডাকসুর ভিপি হয়েছি, কিন্তু ব্যালট পেপার ছাপানোর নিয়ম সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের জিএস থাকাকালীন জেনেছিলাম, তাদের নিজস্ব প্রেস আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রেস নেই। তাদের ছাপার কাজ কোথায় হয়, তা আমার জানা নেই। তবে এটি সরকারি বা অনুমোদিত প্রেস থেকে হওয়া উচিত।”

মান্না উপাচার্যের বক্তব্যের সমালোচনা করে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম থেকেই ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর বিষয়টি অস্বীকার করে আসছিল। তিনি ডাকসু নির্বাচনের কমিশনারের বক্তব্যের সমালোচনা করে বলেন, “নীলক্ষেতকে ‘রেড এরিয়া’ বা ‘নিষিদ্ধ পল্লী’ বলার ভাষা গ্রহণযোগ্য নয়। নীলক্ষেতে ভালো-মন্দ দুই ধরনের ছাপার কাজই হয়। আমরাও প্রয়োজনে সেখানে ছাপাতাম।”

তিনি আরও বলেন, উপাচার্য জানিয়েছেন, ব্যালট পেপার ছাপানোর কাজ দুটি প্রেসকে দেওয়া হয়েছিল, যারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নীলক্ষেতের একটি প্রেসে সাব-কন্ট্রাক্ট করেছে। মান্না এটিকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে বলেন, “ব্যবসায়িক কাজে সাব-কন্ট্রাক্টের জন্য মূল কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। ডাকসুর ব্যালট পেপারের মতো গুরুত্বপূর্ণ কাজে এমন অস্বচ্ছতা মেনে নেওয়া যায় না।”

তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো তদন্ত না করেই উপাচার্য দাবি করেছেন যে কোনো অনিয়ম হয়নি। “একটি প্যানেল এই অভিযোগ তুলেছিল, কিন্তু প্রশাসন তখন গুরুত্ব দেয়নি। এখন গণমাধ্যমে খবর প্রকাশের পর সংবাদ সম্মেলন করে সাফাই গাওয়া হচ্ছে। আমরা একটি নিষ্কণ্টক ডাকসু নির্বাচন চেয়েছিলাম। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ছিল,” বলেন তিনি।

মান্না দাবি করেন, ব্যালট পেপার ছাপানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের এই কাজ শাস্তিযোগ্য অপরাধ কিনা, তা স্পষ্ট করা হোক। তিনি বলেন, “শিক্ষার্থী ও দেশবাসীকে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য যথাযথ তদন্ত প্রয়োজন।”

নাগরিক ঐক্যের সভাপতি তাঁর বক্তব্য শেষ করে বলেন, “সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।”