Image description

বগুড়ার আদমদীঘি উপজেলায় বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ডালম্বা এলাকায় একটি আটা বোঝাই মিনিট্রাক, মোটরসাইকেল এবং অটোচার্জার টমটমের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের বাসিন্দা এবং ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার দুই বছর বয়সী কন্যা নাজিফা আক্তার। আহতরা হলেন নিহত নাজিরার স্বামী রমজান আলী (৩৮) এবং টমটমের যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা এলাকায় বগুড়াগামী একটি আটা বোঝাই মিনিট্রাকের সঙ্গে নওগাঁগামী একটি মোটরসাইকেল এবং বগুড়াগামী একটি অটোচার্জার টমটমের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই নাজিরা আক্তার ও তার শিশু কন্যা নাজিফা আক্তার মারা যান। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়।

আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজিরা ও নাজিফাকে মৃত ঘোষণা করেন। আহত রমজান আলী ও নাজমা বেগম বর্তমানে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও দুজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে এবং জড়িত যানবাহনগুলো জব্দ করার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।