Image description

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের শিয়ালদাহ পাড়ায় জুমের পাহাড় থেকে পা পিছলে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ৯ বছরের শিশু নমি ত্রিপুরার জীবন রক্ষা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সময়োচিত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার মাধ্যমে বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এই শিশুটির জীবন বাঁচাতে সক্ষম হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বিজিবির মেডিকেল টিম শিশু নমি ত্রিপুরাকে পাহাড়ের গভীর খাদ থেকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

নমির বাবা কান্তি ত্রিপুরা জানান, দুপুরে নমি তার বাবা-মায়ের সাথে জুমে সবজি আনতে গিয়েছিল। এ সময় পাহাড় থেকে নামার সময় পা পিছলে গড়িয়ে নিচের ছড়ায় পড়ে যায় এবং পাথরের সাথে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। আঘাতের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। শিশুটির মায়ের চিৎকার শুনে গ্রামবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় নমিকে উদ্ধার করে।

দুর্গম এলাকায় কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় গ্রামবাসী নমিকে নিকটবর্তী বিজিবি বিওপিতে নিয়ে যায়। সেখানে বিওপির মেডিকেল সহকারী সিপাহী হাফিজ ব্যাটালিয়ন সদরে মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। পরে মেডিকেল টিমের পরামর্শে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় চিকিৎসা সুবিধার অভাবে বিজিবি এখানকার মানুষের জন্য একমাত্র ভরসাস্থল। তারা বলেন, সময়মতো চিকিৎসা না পেলে শিশু নমির জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ত। এজন্য তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও বাঘাইহাট বিজিবি ব্যাটালিয়ন একইভাবে দুর্গম এলাকায় মুমূর্ষু রোগীদের চিকিৎসা দিয়ে জীবন বাঁচিয়েছে। এ ধরনের মানবিক কাজের মাধ্যমে বিজিবি স্থানীয়দের মনে আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছে।