বিলাইছড়িতে সম্প্রীতির বন্ধনে শারদীয় দুর্গোৎসব উদযাপন

রাঙ্গামাটির প্রত্যন্ত উপজেলা বিলাইছড়িতে পাহাড়, নদী, আর সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত শ্রী শ্রী করুণাময় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এই উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে একটি আন্তঃসাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
বিলাইছড়ি উপজেলায় একটিমাত্র পূজামণ্ডপ হওয়ায় শ্রী শ্রী করুণাময় কালী মন্দিরে গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নানা রঙের আলোকসজ্জা, কারুকার্যখচিত প্যান্ডেল, এবং মৃৎশিল্পীর নিপুণ হাতে তৈরি দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা দেখতে স্থানীয় বাসিন্দাসহ দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। পাহাড়ি এই অঞ্চলে জাতি-গোষ্ঠী নির্বিশেষে সকলে একত্রে এই উৎসবে অংশ নিচ্ছেন, যা সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক জয় দে জানান, এ বছর উৎসবকে আরও আকর্ষণীয় করতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাদ্য, এবং আরতির ছন্দে পূজামণ্ডপ মুখরিত থাকছে। এসব আয়োজন উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজার দিনগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, আনসার, এবং স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। এর ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব উদযাপিত হচ্ছে।
এই উৎসব আগামী ২ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। বিলাইছড়ির এই শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং পাহাড়ি জনপদে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল উদাহরণ।
Comments