তারেক রহমানের পক্ষ থেকে দৌলতপুরের পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১২টি পূজা মণ্ডপে শুভেচ্ছা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন দৌলতপুরের কৃতি সন্তান ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।
দৌলতপুর উপজেলায় ৫,০০০-এর বেশি সনাতন ধর্মাবলম্বী বসবাস করেন। এ বছর উপজেলার বিভিন্ন গ্রামে ১২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। মঙ্গল ও বুধবার (৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর) দুই দিনব্যাপী শরিফ উদ্দিন জুয়েল প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শনকালে জুয়েলের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুম প্রফেসর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মমতাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল আহমেদ, সুমন ফরাজি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী, আনন্দ হক, দৌলতপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান রবিন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক রিপন মাস্টার, সদস্য আছানুল হক, উপজেলা সমবায় দলের সদস্য সচিব তারাচাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, “বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতিতে বিশ্বাস করে। আমি তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক অনুদান পৌঁছে দিতে এসেছি। বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এরই অংশ হিসেবে প্রতিটি পূজা মণ্ডপে ১২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হয়েছে, যারা প্রশাসনের পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে।”
পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী মিলন কর্মকার বলেন, “এ বছর আমরা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করছি। প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। এছাড়া শরিফ উদ্দিন জুয়েলের মাধ্যমে তারেক রহমানের শুভেচ্ছা ও আর্থিক অনুদান পেয়েছি। প্রতি মণ্ডপে ১২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত করায় আমাদের নিরাপত্তা আরও জোরদার হয়েছে।”
এই উদ্যোগ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজকে আরও উজ্জ্বল করেছে এবং শান্তিপূর্ণ উৎসব পালনে সহায়ক ভূমিকা রেখেছে।
Comments