উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, এতিম হলো তিন সন্তান

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগায় বজ্রপাতের আঘাতে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)। এ ঘটনায় তাদের তিন সন্তান এতিম হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আকস্মিক বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। জাহাঙ্গীর ও রুবি বেগম তখন তাদের টিনের ঘরে অবস্থান করছিলেন। তাদের তিন সন্তান পাশের কক্ষে ছিল। এ সময় বজ্রপাতের আঘাতে টিনের ঘরে বিদ্যুৎ সঞ্চালিত হলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়। তবে পাশের কক্ষে থাকা সন্তানরা অক্ষত থাকায় বেঁচে যায়।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, জাহাঙ্গীর ও রুবি কৃষিকাজের মাধ্যমে সংসার চালাতেন। তাদের চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে, বাকি তিন সন্তান এখন পিতা-মাতাকে হারিয়ে এতিম। তিনি এ ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, “একটি পরিবারের জন্য এটি অপূরণীয় ক্ষতি।”
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা জানান, বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সচেতনতা ও সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
Comments