
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টায় এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্মচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি শনিবারের মধ্যে ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে।
এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোয় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে হতে পারে ভারী বৃষ্টি। এ সময় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
Comments