Image description

অসমি সংগীতের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় তদন্তে আসাম পুলিশ গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে শিল্পীর মৃত্যুর ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের সময় গোস্বামী ও অমৃতপ্রভা দু’জনই জুবিনের সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। তখন ৫২ বছর বয়সী গায়ক স্কাই ডাইভিং করতে নামেন এবং পরে তাকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

তদন্তের শুরুতেই ধরা পড়েছিলেন শেখর জ্যোতি। তিনি ও অমৃতপ্রভা দু’জনেই ১৯ সেপ্টেম্বর ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর প্রমোদতরীর পার্টিতে উপস্থিত ছিলেন। সেখানেই সাঁতারে নামেন জুবিন, আর তার পরেই ঘটে যায় অঘটন। 

তদন্তকারী দলের দাবি, অমৃতপ্রভাকে ঘটনাস্থলে জুবিনের কাছেই সাঁতার কাটতে দেখা গিয়েছে। এমনকি তিনি গোটা মুহূর্ত নিজের মোবাইল ফোনে রেকর্ডও করেছিলেন। গত ছয় দিন ধরে তাঁদের টানা জিজ্ঞাসাবাদ চলেছে।

এর আগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে জুবিনের ঘনিষ্ঠ সহকারী সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠান আয়োজক শ্যামকানু মহন্তকে। 

আসামের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ মহাপরিচালক মুন্না গুপ্তা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলমান। তারা ভারতীয় নায় সংহিতার ধারা ১০৩ (হত্যা) এর অধীনে অভিযোগ যুক্ত করেছেন। আর তাদের তদন্তকারী দল সিঙ্গাপুর থেকে প্রমাণ সংগ্রহের জন্য অপেক্ষা করছেন।

এদিকে জুবিনের স্ত্রী গরিমা গার্গ বলেছেন, বিচার ব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। সবাই জানতে চায়, কে কোন অপরাধে দোষী।