Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় নির্বাচন ও নিজের সম্ভাব্য ভূমিকা নিয়ে বলেন, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত এককভাবে তার নয়, এটি নির্ভর করবে দল ও দেশের জনগণের ওপর।

দীর্ঘ দুই দশক পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক দলের সদস্য এবং কর্মী। নির্বাচনে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি দূরে থাকতে পারব না। ইনশাআল্লাহ, মাঠে থাকব।’

প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, ‘এটি আমার সিদ্ধান্ত নয়, এটি জনগণের সিদ্ধান্ত হবে।’

তিনি নির্বাচনে সরাসরি অংশ নেবেন কিনা জানতে চাইলে স্পষ্টভাবে জানান, ‘অবশ্যই নেব, কেন নেব না?’

প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সে সিদ্ধান্ত দল নেবে, কিভাবে নেবে সেটাও দলের বিষয়।’

দীর্ঘ দিন পর আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন, নির্বাচনে তার সরাসরি অংশগ্রহণ অপরিহার্য, কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার ওতপ্রোত সম্পর্ক থাকতে হবে জনগণের অংশগ্রহণযুক্ত নির্বাচনের সাথে।