
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি দাবি করেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নেতাকর্মীদের গ্রেপ্তারে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ভীত হচ্ছেন বলে মনে হচ্ছে না।
সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে গোলাম মাওলা রনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, "বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমে বেড়েই চলেছে। আর আওয়ামী লীগ সম্পর্কে মানুষের যে ভয় এবং আতঙ্ক, এটিও সমান্তরালে বেড়ে চলেছে। আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা জেলে এবং প্রায় প্রতিদিনই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধরা পড়ছেন। কিন্তু কোনো অবস্থাতেই সংগঠনটিকে দমন করা যাচ্ছে না।"
তিনি জানান, শেখ হাসিনা ভারতে বসেই বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। রনি বলেন, "শেখ হাসিনাকে দমন করা যাচ্ছে না। তার কর্মকাণ্ডকে বন্ধ করা যাচ্ছে না। তিনি তার দলীয় নেতাকর্মীদের অর্গানাইজ করছেন, সেটার পথে বাধা তৈরি করতে পারছি না। আমরা যেভাবে গ্রেপ্তার করছি, এতে করে আওয়ামী লীগের কতটুকু ক্ষতি হচ্ছে, শেখ হাসিনা কতটুকু ভয় পাচ্ছেন, তার কোনো নমুনা দেখা যাচ্ছে না।"
গোলাম মাওলা রনি আরও বলেন, "দিন দিন আওয়ামী লীগের কার্যক্রম, অহংকার এবং দাপট বেড়ে যাচ্ছে। মিছিল বড় হচ্ছে। এত কিছুর পরেও শেখ হাসিনা থামছেন না।"
তিনি মন্তব্য করেন, "শেখ হাসিনা এই ৭৯ বছর বয়সে যে হুমকি-ধমকি দিচ্ছেন, এই হুমকি-ধমকি আমাদের সবার মনোজগতে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলেছে।"
Comments