Image description

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা-২০৬৯) ২০২৫-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) বিকেলে কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করে। নির্বাচনে নজরুল ইসলাম মুকুল সভাপতি এবং মোকাদ্দেস হোসেন সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ সংবাদ সম্মেলনে বলেন, “কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের গঠনতন্ত্র ও শ্রম আইন মেনে আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আহ্বায়ক কমিটির দেওয়া দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করেছি।” তিনি আরও জানান, আহ্বায়ক কমিটির সহযোগিতায় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনে সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহমুদ হাসান রাছেল (লিটন) ও অ্যাডভোকেট আবু হায়দার লিপু উপস্থিত ছিলেন।

গত ২৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিলটি স্থানীয় পত্র-পত্রিকায় ব্যাপকভাবে প্রচার করা হয়, যাতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ না হয়। তফসিল অনুযায়ী, সভাপতি পদে নজরুল ইসলাম মুকুল (দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট) ও মুন্সী শাহিন আহমেদ (দৈনিক খবরওয়ালা), সাধারণ সম্পাদক পদে মোকাদ্দেস হোসেন সেলিম (দৈনিক মাটির ডাক), যুগ্ম সম্পাদক পদে আব্দুল জব্বার সুজন (মানব জমিন), সাংগঠনিক সম্পাদক পদে আবু মনি সাকলায়েন এলিন (দৈনিক কুষ্টিয়ার খবর), দপ্তর সম্পাদক পদে আমীন হাসান (দি ডেইলি ট্রাইব্যুনাল), কোষাধ্যক্ষ পদে আকরামুজ্জামান আরিফ (বাংলাদেশের খবর), প্রচার সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম (দৈনিক জয়যাত্রা) এবং নির্বাহী সদস্য পদে মো. আব্দুল কুদ্দুস (দৈনিক মানব কণ্ঠ) মনোনয়নপত্র ক্রয় করেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সবগুলো বৈধ ঘোষণা করা হয়। গত ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রত্যাহার না করায়, উল্লিখিত ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় কুষ্টিয়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচিত কমিটি কুষ্টিয়ার সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।