টাইফয়েড প্রতিরোধে সচেতনতা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় মাসব্যাপী “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন” শুরু হয়েছে। রবিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান।
টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত টিকাদান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ডা. সাইদুল ইসলাম সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমত উল্লাহ এবং গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শক্তিশালী করে তুলবে। গাজীপুর সিটি কর্পোরেশন নাগরিক স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ নিয়েছে। আমরা চাই প্রতিটি শিশুর কাছে এ সেবা পৌঁছাক, কোনো শিশুই যেন বাদ না যায়।
তিনি আরও জানান, সিটি কর্পোরেশনের ৮টি জোনে মোট ৯৭৫টি টিকাদান কেন্দ্রে ৬ লাখ ২৮ হাজারেরও বেশি শিশুকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় সাড়ে ১০ লাখ টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগ, ডব্লিউএইচও ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় পরিচালিত এই টিকাদান কর্মসূচির মাধ্যমে গাজীপুর নগরীকে টাইফয়েডমুক্ত হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য বলে দাবি আয়োজকদের।
Comments