
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো মাছ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন নেভাতে গিয়ে অন্তত সাতজন আহত হয়েছেন, যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, রাতে হঠাৎ বাজারে আগুন দেখা দিলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুল কাইয়ুম বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন তখন প্রায় নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।"
এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
Comments