গোমস্তাপুরে মাদকদ্রব্য বিক্রয় ও অসামাজিক কাজ বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 'মাদকমুক্ত ও পতিতাবৃত্তি মুক্ত এলাকা চাই' এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য বিক্রয় ও পতিতালয় পরিচালনাকারী সুন্দরীকে উচ্ছেদ ও আইনী শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী।
রোববার বিকেল ৫ টার সময় রহনপুর পিএম কলেজ মোড়স্থ এলাকায় দিঘীপাড়া, বেগুনবাড়ি, লালকোপরা ও কলেজপাড়ার সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, প্রফেসর মুকুল ও মোস্তাকিম আহমেদ লালচান, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সাগর, নজরুল ইসলাম, সাদিকুল ইসলাম মিরু, আজাহার মোন্না, পরেস কর্মকার, শাামিমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উল্লেখ্য; গত ১৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড দিঘীপাড়া মহল্লায় সুন্দরীর বোন বেলনা (৩২) তার নিজ বাড়িতে পতিতা পল্লী খুলে বসেছিলো। এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ বলার পরও তা বন্ধ হয়নি পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এলাকাবাসী।
Comments