রাউজানে ধর্ষক প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রাম রাউজানে স্কুল ছাত্রীকে প্রধান শিক্ষকের ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাউজান। ধর্ষক প্রধান শিক্ষকের কঠোর শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
রোববার (১২ অক্টোবর) দুপুরে পশ্চিম ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়কে এ মানববন্ধন করে শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী।
পশ্চিম ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ বড়ুয়ার বিরুদ্ধে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়; স্কুলের শিক্ষিকা লাকী আকতার ওই ছাত্রীকে স্কুল ভবনের নিচতলার পাশে গভীর নলকুপ থেকে পানি আনতে বলেন। জগ নিয়ে নলকূপে পানি আনতে গেলে স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ বড়ুয়া তাকে ফুসলিয়ে টয়লটে নিয়ে যায়। এরপর চোখ কাপড় দিয়ে বেধে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে প্রধান শিক্ষক। এতে ভিকটিম রক্তাক্ত হলে প্রধান শিক্ষক প্রদীপ টিস্যু দিয়ে রক্ত মুছে দিয়ে চলে যেতে বলেন। এ ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়।
গত ৮ অক্টোবর ভিকিটিম স্কুলে যেতে না চাইলে তার মা স্কুলে না যাওয়ার কারণ জানতে চান। এরপর পুরো ঘটনা খুলে বলে ওই ছাত্রী।
এ ঘটনার বিচার চেয়ে ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়। পরে রাউজান থানার মামলা দায়ের করা হয়। এরপর প্রধান শিক্ষক প্রদীপ বড়ুয়াসহ দুইজনকে গ্রেপ্তার করে জেলে পাঠায় পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, ঘটনার বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নিতে রাউজান থানা ওসিকে নির্দেশ দেওয়া হয়। রাউজান থানায় মামলা হয়েছে, পুলিশ ইতিমধ্যে তদন্ত করছে।
Comments