জামায়াতের মহিলা বিভাগ নিয়ে বিএলডিপি নেতার বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রম নিয়ে বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমের “ঔদ্ধত্যপূর্ণ, বেআইনি, অগণতান্ত্রিক ও উস্কানিমূলক” বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ পৌর আমির এডভোকেট হাসান বান্না, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, পৌর সেক্রেটারি ইসমাইল ইলিয়াস, সাবেক আমির দেওয়ান মো. ইউসুফ, সহকারী সেক্রেটারি মাস্টার ফয়সাল ও জাকির হোসেন পাটোয়ারী।
লিখিত বক্তব্যে উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন বলেন, গত ১১ অক্টোবর বিএনপির এক সভায় বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং সম্পূর্ণ বেআইনি ও উস্কানিমূলক। তিনি বলেন, “দাঁড়িপাল্লায় ভোট চাইলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে” এমন উচ্ছৃঙ্খল বক্তব্য ফৌজদারি অপরাধের শামিল এবং আইন ও গণতন্ত্রের প্রতি অবমাননা। এ ধরনের মন্তব্য রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে। তার অংশ হিসেবে মহিলা বিভাগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম মহিলাদের সভা প্রতিরোধে ১৪৪ ধারা জারি ও কারফিউ দেওয়ার দাবি করে আইন অমান্য করেছেন।
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে” এমন বক্তব্য জামায়াতের কেউ দেয়নি এবং দলটি এ ধরনের বক্তব্য সমর্থনও করে না।
তিনি সতর্ক করে বলেন, সেলিমের উসকানিমূলক বক্তব্যের কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায় তাঁকেই নিতে হবে।
Comments