মানবকন্ঠে সংবাদের ফল: লাখাই মহাসড়কের ক্ষতিগ্রস্ত ডিসি রুটের সংস্কার কাজ শুরু

'জাতীয় দৈনিক মানবকন্ঠ' পত্রিকায় সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
পত্রিকার নজরে আনার পর আজ, ১২ই অক্টোবর, হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের পশ্চিম বুল্লা, সালদিগা খালিয়াদারা ব্রিজের পশ্চিম অংশের ক্ষতিগ্রস্ত রাস্তার জরুরি সংস্কার কাজ শুরু হয়েছে।
সাম্প্রতিক ভারী যানবাহনের চাপে ওই এলাকার ডিসি রুটে (ডাইভারশন রুট) বড় ধরনের ভাঙন দেখা দিয়েছিল, যা এই ব্যস্ত মহাসড়কে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। স্থানীয় জনগণ ও পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামতের দাবি জানিয়ে আসছিলেন।
সওজ কর্তৃপক্ষ সংবাদ প্রকাশের গুরুত্ব উপলব্ধি করে দ্রুততম সময়ে কাজ শুরু করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দৈনিক জাতীয় দৈনিক মানবকন্ঠকে ধন্যবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে দ্রুতই এই মহাসড়কটি পুরোপুরি নিরাপদ ও যান চলাচলের উপযোগী হয়ে উঠবে।
Comments