রাজৈরে শিক্ষক-শিক্ষার্থী বহনকারী গাড়িতে সন্ত্রাসী হামলা, দু’জন গুরুতর আহত

মাদারীপুর থেকে ক্রীড়া প্রতিযোগিতা শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গোপালগঞ্জ কে. জে. এস. বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার বিকেলে রাজৈরের আমগ্রাম ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিযোগিতা শেষে শিক্ষক-শিক্ষার্থীরা একটি ডলফিন মাইক্রোবাসে বিদ্যালয়ে ফিরছিলেন। পথিমধ্যে আমগ্রাম ব্রিজের কাছে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত হঠাৎ গাড়ির গতিরোধ করে। মুহূর্তের মধ্যে তারা দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে বাসে হামলা চালায়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমর কুমার ভৌমিক বলেন, "আমরা রাজৈর থেকে ফেরার সময় হঠাৎ মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী বাসের দরজা ভেঙে ভেতরে ঢুকে ছাত্রদের ওপর হামলা চালায়। তখন সবাই প্রাণ বাঁচাতে চিৎকার করছিল।"
হামলায় আহত হন সিয়াম ব্যাপারী (১৫) (আসাদ ব্যাপারীর ছেলে) ও আবির সর্দার (১৪) (পান্না সর্দারের ছেলে)। দুজনই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলাকারীদের শনাক্তে অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেন।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইস আল রেজওয়ান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক ও থানার কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।
Comments