
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক ছাত্রদল নেতা ও ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড কলা বাগান লতিফ মাতাব্বর বাড়িতে এবং বিকেলে নুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া।
পরে বিকেল ৫টায় আহাম্মদপুর ৬নং ওয়ার্ড রফিজল হক মাঝি বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এরপর একই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন মেম্বার বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সালাউদ্দিন মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোটারদের বাড়িতে গিয়ে উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।"
Comments