জামালগঞ্জে ভেলায় ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থী ও পথচারীরা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মৌলিনগর গ্রামে শিক্ষার্থী ও স্থানীয়রা আনোয়ারা নদী পারাপারের জন্য দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভেলা ব্যবহার করছেন। নদীর দুই পাশে স্কুল, মাদ্রাসা, বাজার এবং কমিউনিটি ক্লিনিক থাকায় গ্রামের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এবং শত শত পথচারী প্রতিদিন বইখাতা ও সরঞ্জাম নিয়ে ভেলায় ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন।
মৌলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মনসুরা বেগম বলেন, “একটা সেতু হলে আমরা নিরাপদে স্কুলে আসা-যাওয়া করতে পারতাম। বছরের পর বছর আমরা দুর্ভোগ পোহাচ্ছি।”
গ্রামে নদীর প্রায় ১০০ মিটার অংশে পানি থাকে, এবং ভরা বর্ষায় নদীতে পানির উচ্চতা বেড়ে ঝুঁকি বৃদ্ধি পায়। পূর্বে নৌকা ব্যবহার করা হলেও তা সব সময় পাওয়া যায় না। তাই শিক্ষার্থীদের জন্য ৬টি প্লাস্টিকের ড্রামের ওপর তক্তা দিয়ে বানানো ভেলা ব্যবহার করা হয়। ভেলার দুই পাশে রশি দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার করতে হয়।
গ্রামের প্রবীণ মুরব্বি মোঃ বরকত মিয়া (৭০) জানান, “অনেক বছর ধরে ব্রিজের প্রতিশ্রুতি দেওয়া হলেও কিছু হয়নি। তাই গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে ভেলা বানিয়েছেন। কিন্তু এটি সবসময় ঝুঁকিপূর্ণ।”
স্থানীয় ইউপি সদস্য মোঃ নেছার আহমদ ও ভীমখালী ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদার জানান, আনোয়ারা নদীর ওপর ১০০ মিটার দৈর্ঘ্যের বেইলি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা ইতোমধ্যে এলজিইডিতে পাঠানো হয়েছে। অনুমোদন সাপেক্ষে দ্রুততম সময়ে সেতুটি নির্মাণ করা হবে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সানোয়ার হোসেন বলেন, প্রস্তাব অনুমোদিত হলে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জন্য নিরাপদ ও সহজ যোগাযোগের ব্যবস্থা হবে।
এই সেতু নির্মাণের মাধ্যমে গ্রামবাসী নোয়াগাও, লালবাজার হয়ে উপজেলা ও জেলা সদরে নিরাপদ ও দ্রুত যাতায়াত করতে পারবে, এবং বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি ছাড়াই বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে।
Comments