
সুনামগঞ্জের ছাতক-আইন্দারগাঁও ভায়া জাউয়াবাজার সড়কের ভাজনামহল এলাকায় প্রতিনিয়ত ভারী ট্রাক ও কনটেইনার পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আকিজ প্লাস্টিক ফ্যাক্টরির সামনে রাস্তার একপাশ জুড়ে সারিবদ্ধভাবে মালবাহী গাড়ি দাঁড়ানোয় জনসাধারণ, পথচারী ও শিক্ষার্থীরা প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে ফ্যাক্টরির সামনে ট্রাক ও কনটেইনারের চাপ বেড়ে গেলে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরিস্থিতি সামাল দিতে আকিজ ফ্যাক্টরির নিরাপত্তাকর্মীরা সাহায্য করেন।
স্থানীয়রা জানান, কোম্পানির ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও ট্রাকগুলোকে প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে চালকরা রাস্তায় গাড়ি রেখে যান, যা পুরো সড়ককে অচল করে তোলে।
পথচারী ও স্থানীয়রা বলেন, “একবার ট্রাক দাঁড়ালে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা সবাই ভোগান্তিতে পড়ে।” ট্রাকচালকরা জানান, মালবাহী গাড়ি ফ্যাক্টরিতে ঢোকাতে অনুমতি না পাওয়া গেলে বাইরে দাঁড়ানো ছাড়া উপায় থাকে না।
আকিজ ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম বলেন, “এই গাড়িগুলো আমাদের নয়, পণ্য আনছে। ভিতরে ঢোকার অনুমতি না পেলে চালকরা বাইরে দাঁড়ায়। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।” প্রশাসনিক কর্মকর্তা মো. স্বাধীন বলেন, “রাস্তার বাইরে গাড়ি দাঁড়ানো গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ছাতক ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত টিএসআই মো. দৌলত খান জানান, “আমাদের লোকবল সীমিত, মূলত ছাতক-সিলেট সড়কে দায়িত্ব পালন করি। তবে ছাতক-আইন্দারগাঁও সড়কের যানজট পরিস্থিতি খতিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এই সড়কে নিয়মিত ট্রাক পার্কিং বন্ধ করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা যায়।
Comments