
ফেনীর পরশুরামে সিএনজি চালককে মারধরের অভিযোগে সড়ক অবরোধ করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফেনী-পরশুরাম সড়কের দক্ষিণ চৌমুড়িতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা আলাউদ্দিনের বিচার ও গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধে বসেন।
অবরোধের কারণে বিভিন্ন রুটের সিএনজি ও অটোরিকশা চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। হাসপাতাল মোড়, সিএনজি স্ট্যান্ডসহ অন্যান্য স্থানে যাত্রীরা দীর্ঘসময় গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন।
দুপুর দেড়টার দিকে ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু সহ বিএনপি নেতারা উপস্থিত হয়ে দোষীদের বিচারে সহযোগিতার আশ্বাস দিলে চালক ও শ্রমিকরা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বক্সমাহমুদ ইউনিয়নের জমিয়ারগাঁও গ্রামের বাসিন্দা সিএনজি চালক মোঃ সবুজ (২১) কে সিএনজি চুরির মিথ্যা অভিযোগে মারধর করেন যুবদলের সাবেক নেতা আলাউদ্দিন ইসলাম। পরে তাকে থানায় নেওয়া হয়। এ সময় পরিবহন শ্রমিক নেতারা মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনে।
ভুক্তভোগী মোঃ সবুজ অভিযোগ করেন, “মিথ্যা অভিযোগ দিয়ে চালকদের সবসময় হয়রানি করে আলাউদ্দিন। সন্ধ্যায় সিএনজি স্ট্যান্ডে চুরির কথোপকথনের কল রেকর্ড দেখিয়ে আমাকে মারধর করা হয়। পরে আমাকে থানায় নেওয়া হয়।”
সাবেক যুবদল নেতা আলাউদ্দিন ইসলাম মিথ্যা অভিযোগ দাবি করে বলেন, “রাতে থানায় বিষয়টি সমাধান হয়েছে। বিএনপি গ্রুপিংয়ের কারণে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।”
উপজেলা সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল অভিযোগ করেন, “এর আগেও বিভিন্ন চালককে মারধর ও চাঁদা আদায় করেছে আলাউদ্দিন। বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছে। আমরা তার বিচার চাই।”
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, “পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Comments