
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ভোট ব্যাংক ভারী করতে দলের মধ্যে কোনো দুর্বৃত্ত বা অপরাধীকে আশ্রয় দেওয়া যাবে না। দল ভারী করার নামে অবাঞ্ছিত ও অপরাধী চক্রকে স্থান দিলে দলের ও আন্দোলনের ক্ষতি হবে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে পাইকগাছা পৌর শহরের শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিপন আওয়ামী লীগকে সমালোচনা করে বলেন, গত ১৫ বছরে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়েছে। মিথ্যা মামলায় হয়রানি, গুম, খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তিনি দাবি করেন, ৫ আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। বর্তমানে ওই দলের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
তাদের নির্বাচনী নেতৃত্ব হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে রিপন বলেন, আগামীতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তাকে রাষ্ট্রক্ষমতায় বসাবে।
পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর অবস্থান কঠোরভাবে সমালোচনা করে রিপন বলেন, জামায়াত ইহুদি পন্থায় দেশে পিআর পদ্ধতি চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। ৫ আগস্টের আগে তারা এ পদ্ধতির কথা বলেনি, এখন হঠাৎ পিআরের নামে বিভ্রান্তি ছড়াতে পথে-ঘাটে সাইনবোর্ড টাঙাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করছে।
সভায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল সভাপতিত্বে ও যুবদল নেতা রুস্তম, ইমরান হোসেন ও আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত, সদস্য সচিব নাদিমুজ্জামান, যুবদল নেতা আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসরাম পারভেজ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, কামাল আহমদ সেলিম নেওয়াজ ও ছাত্রদল সভাপতি দেবেন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Comments