Image description

আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এর আগের দুই সিরিজে অন্তত একটি ম্যাচে জয় তুলে নিতে পারলেও, এবার হোয়াইটওয়াশের মুখে দাঁড়িয়ে আছে মিরাজ বাহিনী। এই লজ্জার রেকর্ড এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সান্ত্বনার জয় তুলে নিতে মরিয়া টাইগাররা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আবুধাবিতে ম্যাচটি শুরু হবে। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে টস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। ফলে এই ম্যাচে প্রথমে বোলিং করতে নামবে স্বাগতিক বাংলাদেশ।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও হাসান মাহমুদ। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।