
জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ 'তিন গোয়েন্দা'-এর লেখক রকিব হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর ১০ মাস।
বুধবার (১৫ অক্টোবর) কিডনির ডায়ালাইসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন।
রকিব হাসান ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরির কারণে তার শৈশব কেটেছে ফেনীতে।
জানা গেছে, সেবা প্রকাশনী থেকেই তার লেখকজীবনের সূচনা হয়। প্রথমদিকে বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন। তবে তার পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হলো 'তিন গোয়েন্দা' সিরিজ। এই সিরিজ দিয়ে দেশের পাঠকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন রকিব হাসান।
Comments