বাহুবল উপজেলার এইচএসসি পরীক্ষা-২০২৫ এর প্রকাশিত ফলাফলে উপজেলার গড় পাশের হার ২৬.৬৪ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, উপজেলার দুটি কেন্দ্র থেকে মোট ১০৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছে ২৮৮ জন শিক্ষার্থী।
বাহুবল-০১ কেন্দ্রে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ৬৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪৬ জন, পাশের হার ২১.৩৮ শতাংশ। একই কেন্দ্রে মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৬ জন, পাশের হার ৩৯.৩৯ শতাংশ।
অন্যদিকে বাহুবল-০২ কেন্দ্রের বাহুবল কলেজ থেকে ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৬ জন, পাশের হার ৩৪.৯৪ শতাংশ।
এইচএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষজনক না হওয়ার কারণে অনেকে দায়ী করছেন, বেশিরভাগ সময়মতো শিক্ষার্থী স্কুলে না আসায় ও শিক্ষকদের পাঠদানে তদারকি না করার কারণ। আবার ফলাফল বিপর্যয়ে অভিভাবকদের গাফিলতি রয়েছে বলে অনেকে মনে করেন।
Comments