Image description

 দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় রান্নাঘরের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পাঁচটি বসতবাড়ি।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে দক্ষিণ আমিলাইষের ৬নং ওয়ার্ডের সিকদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার হলো - মৃত আব্দুল হাকিমের ছেলে মিনহাজ, মৃত অলি আহমদের ছেলে শামসু আলম, মৃত খলিল আহমদের ছেলে নুরুল আলম, মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল আজিজ এবং আব্দুল মজিদ।

জানা যায়, মিনহাজের বাড়িতে রান্না করার সময় লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় পাঁচটি বসতবাড়ি। এর মধ্যে তিনটি টিনের বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। পরে মসজিদের মুসল্লি এবং সাতকানিয়া ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের কেউ কেউ জানান, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। একটি বাড়ি থেকে বিছানার একটি সম্বল আর অল্প কিছু টাকা ছাড়া কিছুই বের করতে পারেননি। একজনের ৫০ হাজার টাকার বান্ডিলসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুস ছবুর জানান, দুপুর সোয়া ১টায় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা রওনা হই। প্রান্তিক এলাকা হওয়ায় ঘটনাস্থলে যেতে কিছুটা বেগ পেতে হলেও আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই। এর মধ্যে পাঁচটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।