
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট দুই দিনের ফ্লাইট বিপর্যয়ের মাশুল সরকার মওকুফ করে দেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের কার্গো (৮ নম্বর) গেটের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডের অর্থনৈতিক পরিমাণ নির্দিষ্ট করার চেষ্টা চলছে। তিনি ফায়ার সার্ভিসের কার্যক্রমের প্রশংসা করে বলেন যে তারা সঠিকভাবে কাজ করতে পেরেছে।
তিনি আরও জানান, এই ঘটনাকে কেন্দ্র করে যত অভিযোগ আসছে, সব আমলে নিয়ে তদন্ত করা হবে এবং সবকিছুই অনুসন্ধান করা হচ্ছে। শুরুতে মালামাল সরানোর মতো অবস্থা ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল।
Comments