Image description

সবুজ ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। রবিবার সকাল ৯টা থেকে শুরু হয় নবীনদের পদচারণা। তারপর বরণ করা হয় নবীনদের।
১৯ অক্টোবর কক্সবাজার সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ড. কাজী মো. বরকত আলী।

বক্তব্যে তিনি বলেন, “ইন্টারমিডিয়েট ক্যারিয়ার গঠনের অনন্য সুযোগ। তাই অবহেলা না করে এই সুযোগকে কাজে লাগাতে হবে। পথচলায় প্রতিটি শিক্ষার্থীকে পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম ও ধর্মের প্রতি আনুগত্য থাকতে হবে। তবেই জীবনের প্রতিটি স্তরে সফলতা আসবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাকসুর নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি। তিনি বলেন, “ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের টার্গেট ঠিক করতে হবে। সেই টার্গেট অনুযায়ী এগুতে হবে। আর সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের প্রথম সিঁড়ি হলো ইন্টারমিডিয়েট। ছাত্রশিবির দেশব্যাপী স্বপ্নবাজ তরুণ তৈরি করতে চায়, যাদের ছোঁয়ায় একদিন বদলে যাবে এই দেশ।

কক্সবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আইয়ুব আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকার, মোহাম্মদ শাহজাহান ও বর্তমান জেলা সভাপতি আবদুর রহিম নূরী।